নভেম্বর ১৩, ২০২০
৯:৪৬ অপরাহ্ণ

দেশে কোন গৃহহীন পরিবার থাকবে না: বিভাগীয় কমিশনার

খবরডেক্সঃ- সিলেটের বিভাগীয় কমিশনার মশিউর রহমান এনডিসি বলেছেন বাংলাদেশে কোন গৃহহীন পরিবার থাকবে না। সবাইকে জমি বরাদ্দ দেয়া হবে। যাদের ঘর নেই এমন গৃহহীন মানুষদের ঘর তৈরি করে দেয়া হবে।

প্রধানমন্ত্রী সকল গৃহহীনদের জন্য চিন্তা করে গৃহহীনদের জমি ও গৃহ নির্মাণ কার্যক্রম শুরু করেছেন। সিলেট বিভাগীয় কমিশনার মৌলভীবাজারের শ্রীমঙ্গলের মোহাজেরাবাদ এলাকায় সরকারের খাস ভূমিতে মুজিববর্ষ কে কেন্দ্র করে ভুমিহীনদের ভুমি প্রদানসহ ঘর নির্মাণ কাজের উদ্বোধনকালে এ কথা বলেন। শুক্রবার দুপুরে এ কর্মসূচীর আওতায় ১৫টি ঘরের নির্মাণ কাজ এর উদ্বোধন করেন সিলেট বিভাগীয় কমিশনার মশিউর রহমান এনডিসি।

এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রী পর্যায়ক্রমে বাংলাদেশের সকল গৃহহীনদের গৃহ নির্মাণের সিদ্ধান্ত নিয়ে কার্যক্রম শুরু করেছেন। এর মধ্যে অধিকাংশই পুরণ করা হবে মুজিববর্ষে।
এ সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তী, ভাইস চেয়ারম্যান প্রেম সাগর হাজরা, মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, আশিদ্রোন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রনেন্দ্র প্রসাদ বর্ধন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আসাদুজ্জামান।

শেয়ার করুন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *