ডিসেম্বর ২৯, ২০২০
৩:৩২ অপরাহ্ণ

দোয়ারাবাজারে হরিণ শাবক আটক করেছে স্থানীয়রা : উৎসুক জনতার ভীড়

খবর ডেক্সঃ- দোয়ারাবাজার উপজেলায় একটি হরিণ শাবক করেছে স্থানীয়রা। মঙ্গলর বার সকাল এগারোটায় উপজেলার সুরমা ইউনিয়নের কাউয়ারগড় গ্রাম থেকে হরিণটি আটক করে স্থানীয়রা। হরিণটি এখন একই গ্রামের মনফর আলীর বাড়িতে দড়িতে বাঁধা অবস্থায় রয়েছে।

হরিণটির শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। স্থানীয়রা জানান, সকালে গ্রামের হাওরে হরিণটি দেখতে পেয়ে সবাই মিলে তাড়া করে আটক করে। এদিকে হরিণ আটকের খবর পেয়ে সকাল থেকে মনফর আলীর বাড়িতে উৎসুক জনতার ভীড় বাড়ছে। হরিণ দেখতে বিভিন্ন এলাকা থেকে ছুটে আসছেন লোকজন।

এব্যাপারে দোয়ারাবাজার উপজেলা বন কর্মকর্তা নীতিশ চক্রবর্তী জানান, হরণ আটকের খবর পেয়েছি। হরিণটি উদ্ধার করতে পুলিশ পাঠানো হয়েছে।

শেয়ার করুন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *