সেপ্টেম্বর ২৬, ২০২০
১০:৩৫ পূর্বাহ্ণ

ধর্ষকদের শাস্তির দাবিতে দুপুর ১২টায় এমসি কলেজে বিক্ষোভ কর্মসূচী

খবর ডেস্কঃ- গতকাল শুক্রবার সন্ধ্যায় সিলেট মুরারীচাঁদ (এমসি) কলেজের ছাত্রাবাসে গণধর্ষণের শিকার হন এক তরুণী। এমসি কলেজ থেকে স্বামীসহ ওই তরুণীকে ধরে এনে ছাত্রলীগের ৫/৬ জন নেতা গণধর্ষণ করেন বলে অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনার প্রতিবাদে আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে নগরীর টিলাগড় এলাকার এমসি কলেজ প্রাঙ্গণে বিক্ষোভের ডাক দিয়েছে কলেজটির বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা।

কলেজ বন্ধ থাকলেও এই কর্মসূচী এমসি কলেজ ছাত্রলীগ ও কলেজের সকল সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক সংগঠন সম্পৃক্ত রয়েছে বলে জানিয়েছেন উদ্যোক্তার।

ধর্ষকদের শাস্তির দাবিতে শনিবার দুপুর ১২টায় এই বিক্ষোভ কর্মসূচী শুরু হবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা।

শেয়ার করুন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *