অক্টোবর ৮, ২০২০
৮:৫৮ অপরাহ্ণ

ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবীতে দক্ষিণ সুরমায় বিভিন্ন সামাজিক সংগঠনের মানববন্ধন

খবর ডেস্কঃ-  সিলেটে এম.সি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণ, নোয়াখালীর বেগমগঞ্জে নারী নির্যাতন সহ দেশব্যাপী সকল ধর্ষণের প্রতিবাদ ও দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবীতে দক্ষিণ সুরমা বিভিন্ন সামাজিক সংগঠনের উদ্যোগে ৮ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে খোজারখলা মার্কাজ পয়েন্টে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

খোজারখলা আদর্শ সমাজ কল্যাণ সংঘের সভাপতি আকমল আলী মালাই’র সভাপতিত্বে ও কায়স্থরাইল সমাজ কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এজাজ উদ্দিন সানির পরিচালনায় মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন লাউয়াই স্পোর্টিং ক্লাবের সভাপতি গোলাম হাদী ছয়ফুল, সাধারণ সম্পাদক হাজী আব্দুস ছত্তার, খোজারখলা আদর্শ সমাজ কল্যাণ সংঘের সাধারণ সম্পাদক লাহিন আহমদ রুহেল, সাংগঠনিক সম্পাদক সম্পাদক মনিরুল ইসলাম সোহান, কায়স্থরাইল সমাজ কল্যাণ সমিতির সভাপতি জহির হোসেন রাসেল, সহ সভাপতি তরিকুল ইসলাম তারেক, বারখলা রূপালী যুব সংঘের সভাপতি ইঞ্জিনিয়ার শাহজাহান কবির রিপন, সহ সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম সুফি, বরইকান্দি ইয়াং ফ্লাওয়ার ক্লাবের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন রানা, সাধারণ সম্পাদক হাফিজ আব্দুল কাইয়ুম জাকি, সবুজ বাংলা সমাজ কল্যাণ যুব সংঘ সিলেটের সভাপতি জাবেদুল ইসলাম দিদার, সহ সভাপতি কয়েছ আহমদ সাগর, আমার সিলেট সামাজিক সংগঠনে সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শামীম, দক্ষিণ সুরমা অসামাজিক কার্যলাপ প্রতিরোধ কমিটির সদস্য সচিব মনির আহমদ, যুগ্ম আহবায়ক আব্দুস সত্তার মামুন, আদর্শ সমাজ কল্যাণ সমিতি গালিমপুরের সভাপতি সৈয়দ স্বপন আহমদ, ক্লাব অব ব্লাড ডোনেটর’স’র পরিচালক সালাউদ্দিন মিরাজ।
মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, হযরত শাহজালাল র:’র পুণ্যভূমি সিলেটের পবিত্রকে কিছু কুলাঙ্গাররা কলঙ্কিত করেছে। সিলেটের শতবর্ষী একটি মহতী শিক্ষা প্রতিষ্ঠান এমসি কলেজ। এই কলেজের ভাবমূর্তি নষ্ট করতে ধর্ষণকারীরা এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে। সিলেটের পবিত্র মাটিকে যারা কুলষিত করেছে তাদেরকে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবী জানান।

শেয়ার করুন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *