আব্দুল করিম, চট্টগ্রাম প্রতিনিধি:- চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা মহিউদ্দিন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতিকে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডের বিধান আইনগতভাবে স্বৃীকৃত করায় ধন্যবাদ জানাই। আমি দাবি জানাই ধর্ষণের বিচার যেন কোন কারণে প্রলম্বিত না হয় এবং ধর্ষককে গ্রেফতারের সাথে সাথেই তার দ্রুত বিচার ও শাস্তি নিশ্চিত করা হয়। তিনি আরও বলেন, ধর্ষণ বিরোধী আন্দোলনে চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামীলীগ মাঠে নেমেছে। এই সামাজিক আন্দোলনটি যেন কোনভাবে বিপথগামীরা রাজনৈতিক ফায়দা লুটতে না পারে সে ব্যাপারেও নারী সমাজকে সচেতন থাকতে হবে। কোনো নারী নির্যাতনের অভিযোগ পাওয়া মাত্রই আমাকে জানান, আমি প্রসাশনের মাধ্যমে ব্যবস্থা নেব। তারপরও যদি প্রসাশন ব্যর্থ হয় সামাজিক আন্দোলনকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী একটি ইতিবাচক ও যৌক্তিক পরিনতির দিকে এগিয়ে নেবচট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের উদ্যোগে আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) চট্টগ্রাম প্রেস ক্লাব সম্মুখে অনুষ্ঠিত বিশাল মানববন্ধন কর্মসূচীতে তিনি এই কথাগুলো বলেন
এতে সংহতি প্রকাশ করে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম সুজন বলেন, ধর্ষকের পরিচয় শুধু ধর্ষকই। তাদের সর্বোচ্চ শাস্তি বিধানে প্রধানমন্ত্রীকে অভিনন্দন। মহিলা আওয়ামী লীগ হাসিনা মহিউদ্দিন প্রতিবাদী ভূমিকায় রাজপথে নেমেছেন, আমি তাঁর পাশে আছি।
মানববন্ধন কর্মসূচীতে চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদিকা সাবেক কাউন্সিলর নিলু নাগের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন মমতাজ খান, খুরশীদা বেগম, হাসিনা আখতার টুনু, এডভোকেট রোখসানা আক্তার, শারমীন ফারুক, রহমতুন নেছা, আয়েশা আলম, আয়েশা সিদ্দিকা, পারভিন সুলতানা, কান্তা ইসলাম মিনু, আয়শা আক্তার পান্না, জেনিফার, সোনিয়া ইদ্রিস, চেমন আরা, সালেহা বেগম প্রমুখ।