সেপ্টেম্বর ২৮, ২০২০
৪:২৯ অপরাহ্ণ

ধর্ষক রবিউল ৫দিনের রিমান্ডে

খবর ডেস্কঃ- সিলেটের এমসি কলেজের ছাত্রাবাসে গৃহবধূ সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় ছাত্রলীগ কর্মী রবিউল হাসানের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে সিলেট মহানগর হাকিম আদালত ২ এর বিচারক সাইফুর রহমান এই আদেশ দেন।

আসামি রবিউল হাসানকে বিকেল সোয়া তিনটার দিকে আদালতে হাজির করা হয়। ধর্ষণ মামলার তদন্ত কর্মকর্তা শাহপরাণ থানার ওসি (তদন্ত) ইন্দ্রনীল ভট্টাচার্য আসামীর ৭ দিনের রিমান্ড আবেদন করলে শুনানি শেষে বিচারক ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে শুনানি শেষে রবিউল হাসানকে থানা হাজতে নিয়ে যায় পুলিশ।

এর আগে শুক্রবার এমসি কলেজ ছাত্রাবাসে ঘটে যাওয়া গণধর্ষণ মামলার ৫ নাম্বার আসামী রবিউলকে গতকাল রাতে হবিগঞ্জের নবীগঞ্জ থেকে থেকে গ্রেপ্তার করে পুলিশ।

শেয়ার করুন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *