খবর ডেস্কঃ- কোম্পানীগঞ্জের মাষ্টার মখলিছুর রহমান স্মৃতি পরিষদ -এর আয়োজনে সিলেট এমসি কলেজ হোস্টেলে গণধর্ষণ, শামীমাবাদ এলাকায় গৃহবধূকে ধর্ষণ ও নোয়াখালীর বেগমগঞ্জে নারী নির্যাতনসহ সারা দেশের ধর্ষণ ও নারী নির্যাতনের জড়িতদের দ্রুততম সময়ের মধ্যে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকাল ৩ ঘটিকার সময় বঙ্গবন্ধু মহাসড়কের খাগাইল- দলইর গাঁও পয়েন্টে অনুষ্ঠিত হয় ।
উক্ত বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ লাল মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা বেগম,দলইর গাঁও টাইটেল মাদ্রাসার শিক্ষা সচিব হাফিজ মাওলানা মাহমুদুল হাসান,দলইর গাঁও মাদরাসার সহকারী শিক্ষক মাওলানা রুহুল আমিন, দলইর গাঁও মাদরাসার সহকারী শিক্ষক মাওলানা হাবিবুর রহমান, কোম্পানীগঞ্জ ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সদস্য আহসান উদ্দিন, শিক্ষানুরাগী ও সমাজসেবক ডাক্তার আব্দুর রহমান, মাষ্টার মখলিছুর রহমান স্মৃতি পরিষদের পরিচালক ইসফার ইসলাম রাফাত প্রমূখ ।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন উপজেলার প্রশাসনিক, সামাজিক, রাজনৈতিক, সংস্কৃতিক, আলেমসমাজ, শিক্ষার্থীবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণ্যমান্য ব্যক্তিবর্গ।