চট্টগ্রাম প্রতিনিধি
আগস্ট ১৮, ২০২১
৯:৫১ অপরাহ্ণ
ধর্ষণের অভিযোগে চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কর্মচারী গ্রেপ্তার

ধর্ষণের অভিযোগে চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কর্মচারী গ্রেপ্তার

 

চট্রগ্রাম সীতাকুণ্ডে বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের অভিযোগে মো. আশরাফুল করিম (২৮) নামে এক জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (চমেবি) কম্পিউটার অপারেটর (অস্থায়ী) হিসেবে কর্মরত ছিলেন। বিষয়টি নিশ্চিত করেন সীতাকুণ্ড থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুমন বণিক।গ্রেপ্তার মো. আশরাফুল করিম চৌধুরী (২৮) মিরসরাই থানার মগাদিয়া ইউনিয়নের আবুতোরাব বাজার এলাকার মাহবুবুল করিম চৌধুরীর ছেলে।
পুলিশ পরিদর্শক (তদন্ত) সুমন বণিক জানান, গতকাল (১৭ আগষ্ট) দুপুরে সীতাকুণ্ডের চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অফিস থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। গত বছরের ২৭ ডিসেম্বর সীতাকুণ্ড থানায় ভিকটিম বাদী হয়ে একটি মামলা ( নম্বর ৪৭/২০) করেন। নারী ও শিশু নির্যাতন আইনে করা এই মামলার পর থেকে মো. আশরাফুল করিম চৌধুরী গা ঢাকা দিয়ে ছিলেন।

শেয়ার করুন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *