খবর ডেস্ক: দেশব্যাপী ধর্ষণ, নিপিড়ন, নারী নির্যাতনের প্রতিবাদ ও জড়িতদের শাস্তির দাবিতে সিলেটের কোম্পানীগঞ্জে সাধারণ ছাত্রসমাজ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে।
মঙ্গলবার বিকাল ৪টায় কোম্পানীগঞ্জ থানা বাজার পয়েন্টে কোম্পানীগঞ্জ ছাত্র সমাজের বন্যারে এ মানববন্ধন করা হয়।
ছাত্রনেতা পলাশ চৌধুরীর পরিচালনায় ও ফয়েজ আহমদ ফুয়াদের সভাপতিত্বে মানববন্ধন ও মানববন্ধন শেষে দেশব্যাপী ধর্ষণের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেন।
বিক্ষোভ মিছিলটি কোম্পানীগঞ্জ থানা বাজার পয়েন্ট হতে বাজার বিভিন্ন দিক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের মাঠে এসে শেষ হয়।
মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, ছাত্রনেতা আলী আহসান সিদ্দিকী, লোকমান আহমেদ, সালাউদ্দিন আহমেদ, দেলোয়ার হোসেন হৃদয়, জুনায়েদ আহমেদ, ইশাম আহমেদ, রাসেল, রাজীব, সুজন, শাকিল, হাসান, আবু তাহের, আবু তায়েব, মারুফ, প্রত্যয়,জিহাদ, সুমন, নিঠুল, আল আমিন, আবুল আলা, মাসুক, রাজু, জাহিদ, সুমন, শান্ত, ছাইদুল, বিপ্লব মন্ডল ও রাসেল আহমদ, মো: আবু সুফিয়ান রুহেল, মো: জাহিদ হাসান নিলয়, সুকান্ত শ্রান্ত, আবু ফজল সুমন, সাইদুল ইসলাম, মাসুদ, ইসাম, জুনাইদ, শেখ মুহিবুর রহমান প্রমুখ।