ধলাই নদীতে টাস্কফোর্সের অভিযানে ১৯টি শ্যালো মেশিন ধ্বংস করা হয়েছে। সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ধলাই নদীতে এ অভিযান চালিয়েছে টাস্কফোর্স।
কোম্পানীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ এরশাদ মিয়ার নেতৃত্বে বৃহস্পতিবার দুপুর আড়াইটা থেকে বিকেল ৪টা পযর্ন্ত চলা এ অভিযানে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর সদস্যরা অংশ নেন।
অভিযানে অবৈধভাবে পাথর উত্তোলনের কাজে ব্যবহৃত ১৯টি শ্যালো মেশিন ধ্বংস করা হয়। এসময় পাথর পরিবহনের ৫টি বারকি নৌকা এবং তিন হাজার ফুট পাইপ জব্দ করে ধ্বংস করা হয়।
অভিযান শেষে এসিল্যান্ড মোঃ এরশাদ মিয়া জানান, যান্ত্রিক উপায়ে পাথর উত্তোলনের কোন অনুমতি নেই। তারপরও কিছু অসাধু ব্যবসায়ী ধলাই নদীতে মেশিনের ব্যবহার করে পাথর উত্তোলন করছে। খবর পেয়ে নদীর পূর্ব ও পশ্চিম পাড়ে অভিযান চালানো হয়।