আজকের খবরঃ- সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ধলাই নদীতে টাস্কফোর্সের অভিযানে ৪ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। যান্ত্রিক পদ্ধতি ব্যবহার করে অবৈধভাবে বালু উত্তোলন করায় ৮টি স্টিলবডি নৌকাকে ৫০ হাজার টাকা করে ৮টি মামলায় ৪ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
৪ জানুয়ারী কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুমন আচার্যের নেতৃত্বে পুলিশ ও বিজিবি’র সমন্বয়ে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ধলাই নদীতে চলে এ অভিযান।
কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুমন আচার্য বলেন, বালু উত্তোলনে অবৈধ পন্থা ব্যবহার করা তাদেরকে এই জরিমানা করা হয়েছে। এধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।