জুলাই ২৭, ২০২০
৭:৫৪ অপরাহ্ণ

ধলাই নদীতে টাস্কফোর্সের অভিযানে ১০টি মামলায় ৬লক্ষ টাকা জরিমানা

আজকের খবর: কোম্পানীগঞ্জ উপজেলার ধলাই নদীর লিলাই বাজার ও বাংকার এলাকায় অবৈধ ভাবে বালু উত্তোলন করার দায়ে ১০টি মামলায় ৬ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

কোম্পানীগঞ্জে ট্রাস্কফোর্সের অভিযান
কোম্পানীগঞ্জ থানার ওসি নিজ হাতে ধ্বংস করছেন লিস্টার মেশিন।

সোমবার (২৭ জুলাই) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমন আচার্যের নেতৃত্বে টাস্কফোর্সের অভিযান পরিচালিত হয়। এ সময় লিলাইবাজার ( সুজনের বাড়ি) ও বাংকার এলাকায় নদীর তীরের কাছে বালু উত্তোলন করে পাড়ের বসতবাড়িসহ অন্যান্য স্থাপনা ঝুঁকিপূর্ণ করায়, বালুর পরিবর্তে চিপ পাথর উত্তোলন করায় ও সংরক্ষিত বাংকার এলাকায় বালু উত্তোলন করার দায়ে ১০টি মামলায় ৬ লক্ষ টাকা জরিমানা করা হয়। এছাড়া ১৫০ ঘনফুট চিপ পাথর জব্দ করে ৭ হাজার ৮শত টাকায় স্পটেই নিলাম করা হয়। এ সময় বেশ কয়েকটি লিস্টার মেশিন ধ্বংস করা হয়েছে।

অভিযানে উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ কে এম নজরুল, কালাসাদক কোম্পানি কমান্ডার জাহাঙ্গীর আলম, পুলিশ ও বিজিবির সঙ্গীয় ফোর্স।

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুমন আচার্য বলেন, ইজারা বহির্ভূত জায়গা থেকে বালু উত্তোলন করতে দেয়া হবে না। আইন বহির্ভূত কর্মকান্ডের বিরুদ্ধে আমাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *