আজকের খবর: কোম্পানীগঞ্জ উপজেলার ধলাই নদীর লিলাই বাজার ও বাংকার এলাকায় অবৈধ ভাবে বালু উত্তোলন করার দায়ে ১০টি মামলায় ৬ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২৭ জুলাই) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমন আচার্যের নেতৃত্বে টাস্কফোর্সের অভিযান পরিচালিত হয়। এ সময় লিলাইবাজার ( সুজনের বাড়ি) ও বাংকার এলাকায় নদীর তীরের কাছে বালু উত্তোলন করে পাড়ের বসতবাড়িসহ অন্যান্য স্থাপনা ঝুঁকিপূর্ণ করায়, বালুর পরিবর্তে চিপ পাথর উত্তোলন করায় ও সংরক্ষিত বাংকার এলাকায় বালু উত্তোলন করার দায়ে ১০টি মামলায় ৬ লক্ষ টাকা জরিমানা করা হয়। এছাড়া ১৫০ ঘনফুট চিপ পাথর জব্দ করে ৭ হাজার ৮শত টাকায় স্পটেই নিলাম করা হয়। এ সময় বেশ কয়েকটি লিস্টার মেশিন ধ্বংস করা হয়েছে।
অভিযানে উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ কে এম নজরুল, কালাসাদক কোম্পানি কমান্ডার জাহাঙ্গীর আলম, পুলিশ ও বিজিবির সঙ্গীয় ফোর্স।
কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুমন আচার্য বলেন, ইজারা বহির্ভূত জায়গা থেকে বালু উত্তোলন করতে দেয়া হবে না। আইন বহির্ভূত কর্মকান্ডের বিরুদ্ধে আমাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।