আজকের খবরঃ সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ধলাই নদীতে অজ্ঞাত আনুমানিক ১৬ বছর বয়সের এক কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে।
উপজেলার ইসলামপুর পশ্চিম ১নং ইউনিয়নের নয়াগাঙ্গেরপাড় গ্রাম সংলগ্ন ধলাই নদীর পশ্চিম পাড়ে ৩১ জানুয়ারি বিকেল ৪ টা ৩০ মিনিটের সময় হাত-পা বাঁধা অবস্থায় কর্দমাক্ত এক অজ্ঞাতনামা কিশোরের লাশ দেখতে পান স্থানীয়রা জনতা। পরে স্থানীয়রা বিষয়টি কোম্পানীগঞ্জ থানা পুলিশকে জানান।
এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ওসি(তদন্ত) মোঃ মুজিবুর রহমান জানান, খবর পেয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।তবে এখনও লাশের পরিচয় সনাক্ত করা যায়নি।