মোঃ আমিনুর রহমান, ধামরাই (ঢাকা) প্রতিনিধিঃ ঢাকার ধামরাইয়ে অভিযান চালিয়ে ইয়াবা ক্রয়-বিক্রয়ের সময় দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৮ জুলাই) রাতে উপজেলার চৌহাট এলাকা থেকে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার চৌহাট ইউনিয়নের চর চৌহাট এলাকার সুভা মিয়ার ছেলে রিপন মিয়া (৩৫), অপরজন উপজেলার চৌহাট ইউনিয়নের চৌহাটআদর্শগ্রামের আক্কাছ আলীর ছেলে নূর ইসলাম (৩০)।
এ ব্যাপারে কাওয়ালীপাড়া বাজার তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) আবু সাঈদ জানান, রাতে ধামরাইয়ের চৌহাট এলাকায় মাদক ক্রয়-বিক্রয় হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এসময় ২৫ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে বিরুদ্ধে ধামরাই থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা (নং-২৫) দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।