ধামরাই (ঢাকা) প্রতিনিধিঃ- ঢাকার ধামরাইয়ের নান্নার ইউনিয়নের জলসিন গ্রামের নিজ বাড়ী থেকে স্বামী-স্ত্রী’র রহস্যজনক মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিক ভাবে বিষপানে তাদের মৃত্যু হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে জলসিন সিলেট পাড়া এলাকা থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। এর আগে বুধবার (৯ সেপ্টেম্বর) দিবাগত গভীর রাতে ওই দম্পতির বিষপানে মৃত্যু হয়।
নিহতরা হলেন- মোঃ জুয়েল (২৫)। সে ধামরাইয়ের জলসিন সিলেট পাড়া এলাকার মনছুর ফকিরের ছেলে। অপরদিকে নিহত রুমি খাতুন (১৮) একই উপজেলার চৌহাট ইউনিয়নের চৌহাট গ্রামের বাসিন্দা।
নান্নার ইউনিয়নের চেয়ারম্যান আলতাফ হোসেন বলেন, গতকাল গভীর রাতে গোপালপুর গ্রামের জুয়েল ও তার স্ত্রী রুমি বিষপান করেন। পরে রুমি মারা গেলেও অসুস্থ অবস্থায় স্বামী জুয়েলকে হাসাপাতালে নেয়ার পথে মারা যায়।
বিষয়টি নিশ্চিত করে ধামরাই থানার পুলিশ পরিদর্শক (ওসি) দীপক চন্দ্র সাহা জানান, প্রাথমিক ভাবে মৃত্যুর কারণ জানা যায়নি। তবে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে বিষপানে হত্যার পর স্বামীও আত্মহত্যা করে থাকতে পারেন।