মোঃ আমিনুর রহমান, ধামরাই প্রতিনিধিঃ ঢাকার ধামরাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২০ উপলক্ষে মৎস্য বিষয়ক আইন বাস্তবায়নে মোবাইলকোর্ট অভিযান পরিচালনা করে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে উপজেলা মৎস্য কার্যালয়ের আয়োজনে কালামপুর বাজারে অভিযান চালিয়ে অবৈধ ৭০০ মিটার কারেন্ট জাল জব্দ করে উন্মুক্ত এলাকায় আগুন ধরিয়ে পুড়িয়ে দেওয়া হয়। এ সময়ে তিন জনকে যথাক্রমে জাল ব্যবসায়ী সাজাহানকে ২ হাজার, মাছ ব্যবসায়ী আব্দুল গনিকে ৩ হাজার এবং গাড়ি চালক মকবুলকে ৫ শত টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমান অভিযান পরিচালনা করে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সামিউল হক। এ সময় আরো উপস্থিত ছিলেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা কৃষিবিদ নাজনীন নাহার, সহকারী মৎস্য কর্মকর্তা আবুল বাসার, ক্ষেত্র সহকারী মোঃ আমিনুল ইসলাম প্রমূখ।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা কৃষিবিদ নাজনীন নাহার জানান, জাতীয় মৎস্য সপ্তাহের চলমান কর্মসূচীর অংশ হিসেবে মোবাইল কোর্ট পরিচালনা করে কালামপুর বাজারে অভিযান চালিয়ে ৭০০ মিটার অবৈধ জাল জব্দ করা হয় এবং তা পুড়ে ফেলা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।