আমিনুর রহমান, ধামরাই) ঢাকাঃ- ঢাকার ধামরাইয়ে আব্দুল আজিজ জামিয়া ইসলামিয়া ও জুহুরুন নেছা বালিকা মাদ্রাসা উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) ঢাকার ধামরাই উপজেলার কুশুরা ইউনিয়নের ডালি পাড়া জুহুরুন নেছা বালিকা মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে সামাজিক দূরত্ব বজায় রেখে তবারক বিতরণ ও খাবারের আয়োজন করা হয়।
দোয়া মাহফিল ও আলোচনা সভায় সিআইপি মুক্তিযোদ্ধা আলহাজ্ব আহম্মদ আল জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমেনা নূর ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ নূর -উজ – জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ঢাকা ২০ আসনের সাবেক সংসদ সদস্য মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম এ মালেক, ধামরাই উপজেলা চেয়ারম্যান মোহাদ্দেস হোসেন, ধামরাই উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আব্দুল গনি, ডালি পাড়া জামে মসজিদের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আব্দুল রফিক মিয়া প্রমুখ।