আগস্ট ২৩, ২০২০
২:০৬ অপরাহ্ণ

ধামরাইয়ে নৌকা বাইচ অনুষ্ঠিত

ধামরাই (ঢাকা) প্রতিনিধিঃ- ঢাকার ধামরাই উপজেলার পূর্ব নবগ্রাম ইউনাইটেড যুব সংঘের আয়োজনে রঘুনাথপুর-নবগ্রাম ও গাওয়াইল বিলে শনিবার (২২ আগস্ট) বিকেল ৫.৩০ মিনিটে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা।

এ সময় লায়ন বিক্স এর স্বত্তাধিকারী মোঃ আব্দুল মজিদ এর পৃষ্ঠপোষকতায় ও নান্নার ইউপি সাবেক চেয়ারম্যান আবুল বাশার মোল্লা এর উদ্বোধনায় এবং ধামরাই উপজেলা স্বেচ্ছসেবক লীগের যুগ্ম সাধারন সম্পাদক মোঃ জিয়া সিকদার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নান্নার ইউপি চেয়ারম্যান আলতাফ হোসেন মোল্লা। আওয়ামী নেতা মোঃ লিটন দেওয়ান প্রমুখ।

১ম পুরস্কার বিজয়ী করিম মেম্বার বলেন, অনেক বছর পর বন্যার পানি এই বিলে প্রবেশ করায় ১ম বারের মতো এ নৌকাবাইচ অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা উপলক্ষে আনন্দে মেতেছিল এলাকাবাসী। বাইচের নৌকার মাঝি-মাল্লারা নেচে-গেয়ে মাতিয়ে তুলে এলাকা। বিপুল সংখ্যক মানুষ ছোট ছোট নৌকা নিয়ে, কেউ রাস্তায় দাঁড়িয়ে উপভোগ করেন নৌকা বাইচ। বাইচে অংশ নিয়ে এলাকার মানুষদের আনন্দ দিতে পেরে খুশি মাঝি-মাল্লারা। প্রতিযোগিতা বিভিন্ন আকৃতির ছোট বড় অনেক নৌকা বাইচে অংশ নেয়। রগুনাথপুর থেকে শুরু হয়ে নৌকা বাইচ দুই কিলোমিটার পথ পাড়ি দিয়ে শেষ হয় নবগ্রাম এলাকায়। প্রতিযোগিতায় (বড় আকৃতির নৌকার মাঝে) প্রথম হয়েছে ফরিঙ্গার সিরাজ মোল্লার নৌকা, মাঝারী নৌকার মাঝে প্রথম হয়েছে আব্দুল কদ্দুস,২য় হয়েছে করিম মেম্বারের এর নৌকা,ছোট নৌকার মাঝে প্রথম হয়েছে শাহআলী নৌকা।

পরে প্রধান অতিথি বাইচে অংশ নেওয়া বড় আকৃতির বিজয়ী নৌকার স্বত্তাধিকার সিরাজ মোল্লার হাতে পুরস্কার হিসাবে ৩২” এলএডি টিভি,মাঝারী আকৃতির ১ম বিজয়ী নৌকার স্বত্তাধিকার আব্দুল কদ্দুছ এর হাতে পুরস্কার হিসাবে ২৪” এলএডি টিভি, ২য় বিজয়ী নৌকার স্বত্তাধিকার করিম মেম্বারের হাতে ২৪” এলএডি টিভি এবং ছোট আকৃতির ১ম বিজয়ী নৌকার স্বত্তাধিকার সাঈদ আলীর হাতে একটি সিলভার এর কলস তুলে দেন।

শেয়ার করুন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *