আমিনুর রহমান, ধামরাই (ঢাকা) প্রতিনিধিঃ- ধামরাইয়ের সানোড়া ইউনিয়নে কালামপুর সেন্টাল ইউথ ক্লাব এর আয়োজনে শেষ হয়ে গেলো ৭ম তম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা-২০২০।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকালে সানোড়া ইউনিয়নের কালামপুর বাজার সংলগ্ন বংশী নদীতে সানোড়া ইউপি চেয়ারম্যান খালেদ মাসুদ খান লাল্টু এর সভাপতিত্বে ও কালামপুর বাজার বণিক সমিতির সভাপতি মোঃ রবিউল করিম এর উদ্বোধনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামীলীগের সভাপতি ও ঢাকা-২০ এর সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমেদ।
সপ্তম বারের মতো কালামপুর বাজার সংলগ্ন বংশী নদীতে এই ঐতিহ্যবাহী নৌকা বাইচ আয়োজন করা হয়, প্রতিযোগিতা উপলক্ষে আনন্দে মেতেছিল এলাকাবাসী। বিপুল সংখ্যক মানুষ ছোট ছোট নৌকা নিয়ে-কেউ রাস্তায় দাঁড়িয়ে নৌকা বাইচ উপভোগ করে, প্রতিযোগিতা বিভিন্ন আকৃতির প্রায় ১০ টি নৌকা বাইচে অংশ নেয়। কালামপুর বাজার সংলগ্ন বংশী নদীতে নৌকা বাইচটি বাটুলিয়া বুচাই পাগলা মাজার কাছ থেকে (প্রায় দেড় কিলোমিটার পথ পাড়ি দিয়ে) কালামপুর বাজার গুচ্ছ গ্রাম খেয়া খাটে এসে শেষ হয়।
পরে প্রধান অতিথি ঢাকা জেলা আওয়ামীলীগের সভাপতি ও ঢাকা-২০ এর সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমেদ বাইচে অংশ নেওয়া ১ম বিজয়ী নৌকার স্বত্তাধিকারের হাতে পুরস্কার হিসাবে একটি ফ্রিজ তুলে দেন।
এ সময় ঢাকা জেলা আওয়ামীলীগের সহ- সভাপতি কাজী শওকত হোসেন শাহীন, কুশুরা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নূর-জামান, চৌহাট ইউনিয়ন আওয়ামীগের সাধারন সম্পাদক মোঃ আনোয়ার হোসেন সিকদার, ঢাকা জেলা পরিষদ সদস্য নাসিমা আক্তার, মহিলা পৌর কাউন্সিলর মোসাঃ মালেকা আক্তার, সুতিপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের ত্রান ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক সেলিম হোসেন, কালামপুর সেন্টাল ইউথ ক্লাব এর সভাপতি এম এ মান্নান সহ ক্লাবটির সকল সদস্য ও নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।