মোঃ আমিনুর রহমান ধামরাই(ঢাকা)প্রতিনিধিঃ
ঢাকার ধামরাইয়ে বংশী নদীতে ভাসমান অবস্থায় মনিকা আক্তার মীম (১৫) নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে ধামরাই থানার পুলিশ।
আজ বৃহস্পতিবার (১৩ আগষ্ট) দুপুরে উপজেলার সোমভাগ ইউনিয়নের দেপাশাই এলাকার বংশী নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত মনিকা আক্তার মীম সানোরা ইউনিয়নের ভালুম গ্রামের মনির হোসেনের মেয়ে। সে রাজধানীর হাজারীবাগের একটি স্কুলের দশম শ্রেণীর ছাএী।
পুলিশ ও এলাকাবাসী জানান, গেল দুইদিন আগে সে হাজারীবাগ থেকে গ্রামে এসেছিল। গতকাল মোবাইল নিয়ে মায়ের সঙ্গে কথা কাটাকাটি হয়, মায়ের সাথে অভিমান করে বিকেলের দিকে বাড়ি থেকে বেরিয়ে আসে সে। সন্ধ্যার দিকে স্থানীয় একটি ব্রিজ থেকে লাফিয়ে পড়ে নিখোঁজ হয়। আজ দুপুরে দেপাশাই এলাকায় বংশী নদীতে তার মরদেহ ভেসে ওঠে।
এবিষয়ে ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বলেন, খবর পেয়ে কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
আগস্ট ১৩, ২০২০
৬:৪২ অপরাহ্ণ