আমিনুর রহমান, ধামরাই (ঢাকা) প্রতিনিধিঃ- ঢাকার ধামরাই উপজেলায় বন্যাদূর্গত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন স্বপ্নডানা পরিবার।
শনিবার (৮ আগস্ট) ঢাকার ধামরাইয়ে বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে চাল, চিড়ামুড়ি, ও কোরবানি গোস্ত দান কার্যক্রম সম্পন্ন করেছেন স্বপ্ন ডানা পরিবারের সদস্য সাদিয়া আক্তার সাথী। এসময় উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সামিউল হক উন্নয়ন মহিলা প্রশিক্ষক সাজেদা সাথী, যাদবপুর কলেজ শিক্ষক গিয়াসউদ্দিন, নিরাপদ সড়ক চাই ধামরাই শাখা সভাপতি নাহিদ ও স্বপ্নডানা’র প্রতিষ্ঠাতা সভাপতি শাহরিয়ার ফেরদৌস সহ অন্যান্য সদস্যবৃন্দ।