ধামরাই (ঢাকা) প্রতিনিধিঃ- ঢাকার ধামরাইয়ে রবিবার (১৬ আগষ্ট) দুপুরে সোমভাগ ইউনিয়নের শতাধিক পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল হতে বন্যা কবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।
এ সময় প্রধান অতিথি হিসেবে ত্রাণ বন্যার্তদের হাতে তুলে দেন ঢাকা জেলা আওয়ামীলীগের সভাপতি ও ঢাকা -২০ এর সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমেদ।
এতে আরো উপস্থিত ছিলেন- ধামরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সাখাওয়াত হোসেন সাকু, ধামরাই উপজেলা ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও বিল্লাল হোসেন, সোমভাগ ইউপি চেয়ারম্যান আজাহার আলী, বাইশাকান্দা ইউপি চেয়ারম্যান বিএম মাসুদ রানা প্রমুখ।