আমিনুর রহমান, (ধামরাই) ঢাকা প্রতিনিধিঃ- আজ শুক্রবার (১৪ আগস্ট) ঢাকার ধামরাইয়ে নান্না কুল্লা এবং ভারারিয়া ইউনিয়নে বন্যার্তদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ উপহার খাদ্য সামগ্রী তুলে দেন ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঢাকা ২০ আসনের এম পি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজির আহমদ।
সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন সিরাজ, ধামরাই উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট সোহানা জেসমিন মোক্তা, বালিয়া ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব আহাম্মদ হোসেন, বালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহমদ আলী, বালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল জলিল সহ বিভিন্ন শ্রেনীর নেত্রীবৃন্দ।