মোঃ আমিনুর রহমান ধামরাই ঢাকা প্রতিনিধিঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে সারা দেশে এক কোটি গাছের চারা রোপণের কর্মসূচির অংশ হিসেবে ধামরাই উপজেলা প্রশাসন এর সহযোগিতায় ও উপজেলা বন বিভাগ এর আয়োজন বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) ধামরাই উপজেলা পরিষদ চত্তরে গাছের চারা বিতরণ ও রোপণের মধ্যে দিয়ে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্ধোধন করেন ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঢাকা-২০ এর সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজির আহমদ।
এ সময় উপস্থিত ছিলেন-ধামরাই উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ সামিউল হক,উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাদ্দেছ হোসেন,মহিলা ভাইস চেয়ারম্যান সোহানা জেসমিন মুক্তা,পৌর মেয়র আলহাজ্ব গোলাম কবির মোল্লা,উপজেলা বন কর্মকর্তা মজিবুর রহমান,সানোড়া ইউপি চেয়ারম্যান খালেদ মাসুদ খান লাল্টু, সূয়াপুর ইউপি চেয়ারম্যান হাফিজুর রহমান সোহরাব,সুতিপাড়া ইউপি চেয়ারম্যান রেজাউল করিম রাজা, ধামরাই পৌরসভার প্যানেল মেয়র শহীদুল্লাহ্ প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে পৃথিবী আজ হুমকির মুখে। তাই জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা করতে হলে বিপুল পরিমাণ গাছ লাগাতে হবে। প্রতিটি বাড়ির আঙিনায় অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন বক্তারা।