মোঃ আমিনুর রহমান ধামরাই (ঢাকা) প্রতিনিধিঃ
ধামরাইয়ে কুশুরা ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরন ও প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ২০১৯- ২০২০ অর্থ বছরে এল ডি এস পি-৩ এর আর্থায়নে কুশুরা ইউনিয়ন পরিষদে কুশুরা ইউপি চেয়ারম্যান মোঃ এনায়েত হোসেন এর সভাপতিত্বে শিক্ষা উপকরন ও হুইল চেয়ার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে রিতরন করেন ঢাকা জেলা প্রশাসক মোঃ শহিদুল ইসলাম ।
এ সময় কুশুরা ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৬ শতাধিক শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরন, ২৫ জন প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার ও ৩০ জন অন্ধের মাঝে রাস্তায় চলাচলের জন্য স্ট্রিক বিতরন সহ ইউনিয়ন পরিষদের পাশে একটি সেলাই মেশিন ট্রেনিং সেন্টার এর উদ্ধোধন ও করেন ঢাকা জেলা প্রশাসক মোঃ শহিদুল ইসলাম। এর আগে ধামরাই উপজেলা, থানা ও ভূমি অফিস পরিদর্শন ও করেন তিনি ।
এসময় তার সাথে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সামিউল হক, সহকারী কমিশনার ( ভূমি ) অন্তরা হালদার, ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক চন্দ্র সাহা প্রমুখ।