জুলাই ২৮, ২০২০
৫:৫৬ অপরাহ্ণ

ধামরাই বালিয়া ইউনিয়নে বি জি এফ এর ১০ কেজি করে ১৩৮০ জনের মাঝে চাউল বিতরণ

ত্রাণ

আমিনুর রহমান, ধামরাই, ঢাকা প্রতিনিধিঃ- ঢাকার ধামরাই‌ উপ‌জেলার বা‌লিয়া ইউ‌নিয়‌নে ১৩৮০জ‌নের মা‌ঝে প্রতিজ‌নে ১০ কে‌জি ক‌রে বি জি এফ এর চাউল বিতরন করে‌ছেন ধ‌ামরাই উপ‌জেলা কৃষকলীগ এর সভাপ‌তি বা‌লিয়া ইউ‌নিয়ন প‌রিষদ চেয়ারম‌্যান আলহাজ্ব আহাম্মদ হো‌সেন।

আজ মঙ্গলবার (২৮জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত ইউ‌নিয়ন প‌রিষদে চাউল বিতরন করা হ‌য়ে‌ছে।

চাউল বিতরন এর সময় উপ‌স্থিত ছি‌লেন বা‌লিয়া ইউ‌নিয়ন আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক আহাম্মদ আলী, বা‌লিয়া ইউ‌নিয়ন আওয়ামীলীগ এর যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুল জ‌লিল, বা‌লিয়া ইউনিয়ন আওয়ামীলীগ এর ত্রাণ ও সমাজ কল‌্যান বিষয়ক সম্পাদক ও বা‌লিয়া ইউ পি প‌্যা‌নেল চেয়ারম‌্যান মোঃ আবুল হা‌শেম বকুল, ৪নং ওয়ার্ড সদস‌্য মোঃ এমারত হো‌সেন, ৩নং ওয়ার্ড সদস‌্য মোঃ আলী হো‌সেন, বা‌লিয়া ইউ‌নিয়ন যুবলীগের সহ সভাপ‌তি মোঃ আ‌মিনুর রহমান, ট‌্যাগ অ‌ফিসার মে‌হেদী হাসান বাদল সহ স্থানীয় নেত্রীবৃন্দ।

চাউল বিতর‌নের সময় চেয়ারম‌্যান আলহাজ্ব আহাম্মদ হো‌সেন ব‌লেন, ‘বর্তমা‌নে বন‌্যার পা‌নি‌তে সর্বপ‌রি মানুষ খুব বিপ‌দে আ‌ছে। আমার ইউ‌নিয়‌নের কাচা পাকা সকল রাস্তাই ডু‌বে গে‌ছে ,অ‌নে‌কের বা‌ড়ি ঘ‌রে পা‌নি।আ‌মি আমার সাধ‌্যমত চেষ্টা কর‌ছি তা‌দের পা‌শে থাক‌তে। ত‌বে আমার এলাকার বন‌্যা কব‌লিত মানু‌ষের জন‌্য অ‌ধিক সরকারী সহায়তা দরকার।

শেয়ার করুন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *