আমিনুর রহমান, ধামরাই (ঢাকা) প্রতিনিধিঃ- ঢাকার ধামরাই উপজেলার যাদবপুর ইউনিয়ন পরিষদে বি জি এফ এর ১০ কেজি করে চাউল বিতরণ করা হয়েছে। আজ বুধবার (২৯ জুলাই) সকাল ১০ থেকে দুপুর ০২ টা পর্যন্ত ১৩১৭ জনের মাঝে ১০ কেজি করে বি জি এফ এর চাউল বিতরণের কার্যক্রম চলে।
এসময় উপস্থিত ছিলেন যাদবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান (মিজু), ধামরাই ট্যাক অফিসার মোঃ রেজাউল করিম, যাদবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আইয়ুব আলী এহসাক, ৪, ৫, ৬ নং ওয়ার্ড মেম্বার মোছাঃ বিলকিস বেগম, ১ নং ওয়ার্ড মেম্বার মোঃ মিজানুর রহমান, ২ নং ওয়ার্ড মেম্বার ফরহাদ হোসেন, সাবেক মেম্বার ফরহাদ হোসেন, ০৭ নং ওয়ার্ড মেম্বার মোঃ হানিফ মোল্লা, ৯ নং ওয়ার্ড মেম্বার মোঃ কোহিনুর আলম প্রমুখ।
যাদবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান মিজু বলেন, আজকে আমি ১৩১৭ জনের মাঝে বি জি এফ এর চাউল বিতরণ করেছি। তবে এখানে বন্যা কবলিত মানুষের জন্য আলাদা ভাবে চাউল আসেনি। তবে যে এলাকায় বন্যা পানি ডুকে ক্ষতি হয়েছে তাদের জন্য বেশি করে কার্ডের মাধ্যমে ১০ কেজি করে চাউল বিতরণ করেছি।