সালমান আল হারুন, এয়ারপোর্ট প্রতিনিধিঃ ধুপাগোল থেকে হরিপুর রোডে ৩ টনের অধিক যানবাহন যাতে চলাচল করতে না পারে সে জন্য এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। ১৫ জানুয়ারি শুক্রবার সন্ধ্যা ৭ ঘটিকার সময় সাহেবের বাজারে অনুষ্ঠিত হয় এই মত বিনিময় সভা।
সাইফুল ইসলামের পরিচালনায় উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, ৭নং ওয়ার্ড সদস্য আনছার আলী, শিক্ষানুরাগী শামাীম আহমেদ, আওয়ামীলীগ নেতা ইদ্রিছ আলী, ডাঃ আমির আলী, আব্দুর রহিম, আবদুল বাছিত, ইমরান আলী, জসিম উদ্দিন, মুহিত আহমেদ, সাংবাদিক সাইফুল ইসলামসহ সাহেবের বাজার এলাকার সামাজিক সংগঠন, খাদিম নগর ছাত্র ঐক্য পরিষদ এর সাধারণ সম্পাদক সাইদুর রহমান ও সাংগঠনিক সম্পাদক সালমান আল হারন। এডুকেশন ফর সার্ভিস, ইয়াং স্টার সমাজ কল্যাণ সংস্থা, বড়বন্দ হিলফুল ফুজুল সমাজ কল্যাণ সংস্থা, আলোর পথিক সমাজ কল্যাণ সংস্থা, পীরের গাঁও যুব সমাজ কল্যাণ সংস্থা, পঞ্চগ্রাম যুব সমাজ কল্যাণ সংস্থার সদস্যবৃন্দ।
মত বিনিময় সভায় উপস্থিত সকলে ধুপাগোল থেকে হরিপুর রোডে ৩ টনের অধিক যানবাহন যাতে চলাচল করতে না পারে সে জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার আহবান জানান।