অক্টোবর ১০, ২০২০
৭:৪১ পূর্বাহ্ণ

ধোনির মেয়েকে ধর্ষণের হুমকি!

খবর ডেক্সঃ ভারতের বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির পাঁচ বছর বয়সী কন্যাশিশুকে ধর্ষণ ও হত্যার হুমকি দেওয়া হয়েছে। সেইসঙ্গে সামাজিক মাধ্যমে ধোনিকে কটাক্ষ করে দেওয়া হয়েছে গালি।

গত বুধবার কলকাতার কাছে হারের পর ধোনি এবং তার স্ত্রী সাক্ষীর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে নানা কুরুচিপূর্ণ মন্তব্য শুরু হয়।

ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, এবারের আইপিএলে কলকাতার কাছে মাত্র ১০ রানে চেন্নাই সুপার কিংস হারার পর সামাজিক মাধ্যমে ব্যাপক ট্রলের শিকার হন ধোনি ও কেদার যাদব।

ধোনিকে বুড়ো বলে এবং কেদার যাদবকে কুকুরের সঙ্গে তুলনা করে পোস্ট দেওয়া হয়।
পাশাপাশি ভারতীয় এই সাবেক অধিনায়কের পরিবারকেও কদর্য ভাষায় গালাগালি করা হয়েছে। হত্যার ও ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে ধোনির পাঁচ বছরের কন্যা জিভাকে।

শেয়ার করুন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *