সেপ্টেম্বর ২২, ২০২০
৩:৪৪ অপরাহ্ণ

নওগাঁয় কলেজ ছাত্রীর চুল কেটে অশ্লীল ছবি তুলে ইন্টারনেটে প্রচারের হুমকি, অভিযুক্ত গ্রেফতার

নওগাঁ প্রতিনিধি:- নওগাঁর নিয়ামতপুরে নিয়ামতপুর উচ্চ বালিকা বিদ্যালয় এন্ড কলেজের ছাত্রী রাব্বিনা আক্তার সুমীর মাথার চুল কেটে ও অশ্লীল ছবি তুলে ইন্টারনেটে প্রচারের হুমকি দেয় এক বখাটে যুবক। এ ব্যাপারে কলেজ ছাত্রীর বাবা আমিরুল ইসলাম বাদী হয়ে সোমবার (২১ সেপ্টেম্বর) থানায় একটি অভিযোগ দায়ের করে। অভিযোগের প্রেক্ষিতে পুলিশ অভিযুক্ত রায়হানকে গ্রেফতার করেছে। রায়হান উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের ঝাজিরা গ্রামের মতিউর রহমানের ছেলে আর সুমী উপজেলা সদর ইউনিয়নের শাংশৈইল গ্রামের আমিরুল ইসলামের মেয়ে।

অভিযোগ সূত্রে জানা গেছে, রায়হান এক মাস যাবত সুমিকে বিভিন্ন ভাবে উত্ত্যক্ত করতো। বিভিন্ন কু—প্রস্তাব দিত। সুমি রাজী না হওয়ায় রবিবার বিকেলে কম্পিউটার প্রশিক্ষন শেষে নিয়ামতপুর উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষক কামাল হোসেনের নিকট প্রাইভেটের টাকা দিতে যাওয়ার সময় বালাহৈর জামে মসজিদের কাছে আসলে রায়হান ও তার তিন বন্ধু সুমিকে জোরপূর্বক তার ভাড়া বাড়ীতে নিয়ে যায়। সেখানে সুমিকে শারীরিক ভাবে নির্যাতন করে, দেড় ফিট লম্বা মাথার চুল কেটে ফেলে এবং পর্ণ ছবি তুলে হুমকি দেয় এই ঘটনাগুলো কাউকে জানালে সুমিকে মেরে ফেলবে। পরে সুমিকে দু—ঘন্টা ঘরে আটকে রেখে পর্ণছবি তুলে সন্ধ্যার পরে থানায় নিয়ে ভয়ভীতি দেখিয়ে মিথ্যা জবানবন্দি দিতে বাধ্য করে। পরে সুমির নানা থানায় এসে সুমিকে বাড়ীতে নিয়ে যায়। রাতে শারীরিক ভাবে বেশী অসুস্থ হলে সুমিকে হাসপাতালে নিয়ে এসে ভর্তি করানো হয়। পরে সোমবার সুমির বাবা বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করে। অভিযোগের প্রেক্ষিতে অভিযুক্ত রায়হানকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

অভিযুক্ত রায়হান বলেন, সুমী গত তিন—চার দিন আগে আমার বাসায় এসে আমার স্ত্রী রূপাকে একটি ছেলের সাথে সময় কাটানোর প্রস্তাব দেয়। আমি সে দিন রাজশাহী গিয়েছিলাম। আমি বাড়ী আসলে আমার স্ত্রী রূপা বিষয়টি আমাকে জানালে আমি সেদিন থেকে সুমীকে খুঁজছিলাম। গত রবিবার বিকেলে তাকে বালাহৈর জামে মসজিদের কাছে সুমীকে পেলে তাকে আমার স্ত্রীর কাছে নিয়ে গেলাম চিনার জন্য। আমার স্ত্রী রূপা সুমীকে চিনতে পারায় তাকে ছেলেটির সম্পর্কে জানতে চায়। সুমী ছেলেটির কোন পরিচয় না দিলে আমরা তার অভিভাবকে ডাকতে বলি। সে অভিভাবকে না ডাকায় আমার স্ত্রী তাকে সামান্য চড়থাপ্পড় দিয়ে মাথার চুল কেটে দেয় যাতে পরবর্তীতে আর কোন খারাপ কাজ করতে না পারে।

নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ন কবীর বলেন, মেয়েটির বাবা বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেন। আমরা অভিযুক্ত রায়হানকে গ্রেফতার করেছি। এছাড়া তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

শেয়ার করুন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *