নওগাঁর রাণীনগরে অভিযান চালিয়ে মাদক মামলার পলাতক আসামি আবু বক্কর সিদ্দিক ওরফে খাটো বাবু (৪৭) কে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার আবাদপুকুর বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। বাবু উপজেলার বিষঘড়িয়া গ্রামের সাহাদ আলীর ছেলে।
থানা পুলিশ জানায়, একটি মাদক মামলার গ্রেফতারী পরোয়ানার পর থেকে বাবু পলাতক ছিল। শুক্রবার সকালে আবাদপুকুর বাজারে ঘোরা ফেরা করার সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
রাণীনগর থানার ওসি শাহিন আকন্দ জানান, বাবুর বিরুদ্ধে ৫ টি মাদক মামলা রয়েছে। তাকে শুক্রবার আদালতে প্রেরণ করা হয়েছে।