আগস্ট ৩১, ২০২০
২:০৮ অপরাহ্ণ

নওগাঁয় র‌্যাবের অভিযানে বিভিন্ন শ্রেণি পেশার-২৭জন আটক

মোঃ আব্দুল মালেক, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে অভিযান চালিয়ে র‌্যাব মাদক সেবনের দায়ে দুই দফায় বিভিন্ন শ্রেণিপেশার মোট ২৭ জনকে আটক করেছে। র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এমএম মোহাইমেনুর রশিদ বিপিএম (সেবা) জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাদের একটি অভিযানিক দল রবিরার বিকেলে উপজেলা সদরের অদূরে আত্রাই নদীর অঞ্জনীতলা ঘাট এলাকায় অভিযান পরিচালনা করেন। সেখানে একটি নৌকার উপর তাস দিয়ে জুয়া খেলার সময় ২০জনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ১বোতল বিদেশী মদ ও ৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয় বলেও তিনি জানান। আটককৃতরা জেলার মান্দা উপজেলার বিভিন্ন সমভ্রান্ত পরিবারের সন্তান। কেউ ছাত্র, কেউ চাকরিজীবী, বিশিষ্ট ব্যবসায়ী, রাজনীতিবিদ। তারা মহাদেবপুরে নৌকা নিয়ে পিকনিকে এসেছিলেন বলে জানা গেছে। এছাড়া সন্ধ্যায় র‌্যাব মহাদেবপুর উপজেলা সদরের ফাজিলপুর সানাপাড়া এলাকায় অভিযান চালিয়ে মাদক সেবনের দায়ে ৭জনকে আটক করে। গভীর রাতে আটক ২৭জনকে মহাদেবপুর থানায় সোপর্দ করা হয়। মহাদেবপুর থানার ওসির দায়িত্বে থাকা ইন্সপেক্টর (তদন্ত) সিদ্দিকুর রহমান জানান, এ ব্যাপারে র‌্যাব থানায় পৃথক মামলা দায়ের হয়েছে।

শেয়ার করুন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *