আব্দুল মালেক, নওগাঁ প্রতিনিধি: আগামীকাল শনিবার নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনে জাতীয় সংসদের উপ-নির্বাচন শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করতে নিরাপত্তা মূলক পুলিশের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) সকালে রাণীনগর থানা চত্বরে পুলিশের এ ব্রিফিং এর আয়োজন করা হয়।
পুলিশের প্রেস ব্রিফিং এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া (বিপিএম)। এ সময় নওগাঁ জেলা পুলিশের বিভিন্ন পর্যয়ের পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া জানান, নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনে উপ-নির্বাচনী এলাকায় এখন পর্যন্ত শান্তিপূর্ণ রয়েছে এবং শান্তিপূর্ণ ভাবেই ভোট গ্রহণ সম্পন্ন হবে বলে আশা ব্যক্ত করেন তিনি।