নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁ—৬ সংসদীয় আসনের উপনির্বাচনীর মনোনয়ন জমা দেওয়া শেষ দিনে ৪ জন প্রার্থী তাদের মনোনয়ন জমা দিয়েছেন। বাংলাদেশ আওয়ামীলীগের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন মো: আনোয়ার হোসেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন শেখ মো: রেজাউল ইসলাম, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন কাজী গোলাম কবির এবং ন্যাশনাল পিপলস পার্টি মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন খন্দকার ইন্তেখার আলম।
উল্লেখ্য, গত ২৮ জুলাই নওগাঁ—৬ আসনের সংসদ সদস্য মো: ইসরাফিল আলমের মৃত্যুর পর আসনটি শুন্য ঘোষণা করা হয়। আগামী ২০ সেপ্টেম্বর মনোনয়ন বাচাই করা হবে এবং ২৭ সেপ্টেম্বর পর্যন্ত মনোনয়ন প্রত্যাহার করা যাবে বলে তফশীলে উল্লেখ করা হয়। আগামী আক্টোবর মাসের ১৭ তারিখে উক্ত আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে। ইভিএমের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে তফশীলে উল্লেখ করা হয়।
বৃহস্পতিবার দুপূরে জেলা নির্বাচন অফিসার মাহমুদ হাসানের কাছে মনোনয়নপত্র জমা দেন আওয়ামী লীগ প্রার্থী আনোয়ার হোসেন হেলাল । এ সময় জেলা আওয়ামী লীগের সভা ও সাবেক সাংসদ বীরমুক্তিযোদ্ধা আব্দুল মালেক, রাণীনগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, আত্রাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি নিপেন্দ্রনাথ দত্ত, রাণীনগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজ উদ্দিন, আত্রাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চৌধুরী গোলাম মোস্তফা বাদল, মনোনয়ন প্রত্যাশী ড. ইউনুস আলী আত্রাই উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নহিদ ইসলাম বিপ্লব, আত্রাই উপজেলা পরিষদ চেয়ারম্যান এবাদুর রহমান, আত্রাই উপজেলা আওয়ামী লীগের সহ—সভাপতি আক্কাস আলী প্রামানিকসহ রাণীনগর—আত্রাইয়ের আওয়ামী লীগের দলীয় নেতা—কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
আওয়ামী লীগ থেকে মনোনয়ন দেওয়ায় দেশরত্ন ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে আওয়ামী লীগের একক প্রার্থী আনোয়ার হোসেন হেলাল শতভাগ জয়ের আশা ব্যক্ত করে বলেন, তিনি নির্বাচিত হয়ে এলাকা সদ্য প্রয়াত সাংসদ ইসরাফিল আলমের অসমাপ্ত কাজগুলো শেষ করা। এছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে ভাবে সারাদেশের উন্নয়ন হচ্ছে সেই ধারা অব্যাহত রাখতে সার্বক্ষণিক কাজ করবো। এর পাশাপাশি সামাজিক কাজসহ এলাকার মানুষের সার্বক্ষণিক পাশে থাকব।