আজকের খবর: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় নতুন করে আরো-৪ জনের শরীরে করোনাভাইরাস সনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা-১৬ জন। নতুন করে আক্রান্তদের মধ্যে উপজেলা পরিবার পরিকল্পনা অফিসে কর্মরত একজন ও পশ্চিম ইসলামপুরের আশা অফিসে কর্মরত একজন বাকি দুইজন উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়নের চাঁনপুর ও বালুচর গ্রামের বাসিন্দা।
৬ জুলাই কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাদের নমুনা সংগ্রহ করা হয়েছিল। ৮ জুলাই বুধবার সকালে তাদের রিপোর্টে করোনা পজিটিভ ধরা পড়ে। এখন পর্যন্ত কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৬৪ টি নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠানো হয়েছে। তাদের মধ্যে ১৬ জনের শরীরে করোনা ভাইরাস ধরা পড়েছ ।
কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মাসুম বলেন, কোম্পানীগঞ্জ উপজেলায় করোনায় আক্রান্ত ১৬ জনের মধ্যে ৮ জনকে সুস্থ ঘোষণা করা হয়েছে। বাকি ৮ জনকে তাদের বাড়িতে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। তবে কারোই শারীরিক অবস্থা খারাপ নয়। সবাই আল্লাহর রহমতে ভালো আছেন।