আগস্ট ২০, ২০২০
৩:২৩ অপরাহ্ণ

নতুন গাড়ি পেলো সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্র

এতদিন যাবত গাড়ি কম থাকায় নিয়মিত পেট্রল ডিউটিসহ আইন-শৃঙ্খলা রক্ষার কাজে সালুটিকর তদন্ত কেন্দ্রের পুলিশকে হিমশিম খেতে হচ্ছিল। এমতাবস্থায় গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল আহাদ কে অবহিত করলে তিনি গাড়ি সংগ্রহের উদ্যোগ নেন।

ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)আব্দুল আহাদের আবেদনের প্রেক্ষিতে সিলেট এর গর্বিত মানবিক সেবায় নিয়োজিত নিবেদিতপ্রাণ এসপি ফরিদ উদ্দীন আইন-শৃঙ্খলা রক্ষায় যাতে প্রতিবন্ধকতা সৃষ্টি না হয় সেই দিক থেকে বিবেচনা করে সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রে একটি গাড়ি প্রদান করেন।

সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর দিলীপ নাথ বিষয়টি নিশ্চিত করেন এবং এসপি ফরিদ উদ্দিন ও ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আহাদের প্রতি অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শেয়ার করুন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *