সেপ্টেম্বর ১, ২০২০
৭:১০ অপরাহ্ণ

নতুন ব্রিজে মোবাইল কোর্টের অভিযানে ৪ টি মামলায় ৩ হাজার টাকা জরিমানা

আব্দুল করিম, চট্রগ্রাম প্রতিনিধিঃ- চট্টগ্রাম মহানগরীর নতুন ব্রিজ সংলগ্ন বাস টার্মিনাল এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। আজ (১ সেপ্টেম্বর) মঙ্গলবার মোবাইল কোর্টে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আলী হাসান।

সরকার কর্তৃক ঘোষিত নতুন নির্দেশনা অনুযায়ী আসলেই পূর্বের ভাড়া অনুযায়ী বাস মালিকেরা ভাড়া নিচ্ছে কিনা এবং স্বাস্থ্যবিধি মেনে বাসে যাত্রী বহণ করছে কিনা সেই বিষয়টি পর্যবেক্ষণ করার জন্য মোবাইল কোর্ট করা হয়৷ দেখা যায়, চট্টগ্রাম থেকে কক্সবাজার, চট্টগ্রাম থেকে পটিয়া, বাশখালী, আনোয়ারা, কর্ণফুলি উপজেলায় যাওয়ার কয়েকটি বাসে পূর্বের ভাড়ার সাথে কিঞ্চিত ভাড়া বৃদ্ধি করে নতুন ভাড়া আরোপ করছেন বাস কর্তৃপক্ষ। হানিফ, জনতা, বিলাসী পরিবহনেও এই অভিযোগের সত্যতা পাওয়া যায়।

এছাড়াও কোনো পরিবহনের পরিপূর্ণভাবে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। পূর্বের ভাড়ার তুলনায় ভাড়া বৃদ্ধি করে আদায় করার অপরাধে ৪ টি মামলায় ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও বাসে নির্ধারিত সীটের অধিক যাত্রী নেওয়া ও বাসে যাতে দাড়িতে অতিরিক্ত যাত্রী না নেওয়া হয় এই বিষয়েও সতর্ক করা হয়। স্বাস্থ্যবিধি পরিপূর্ণভাবে মেনে চলাসহ পূর্বের ভাড়া কার্যকর করার জন্য সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সদস্যদেরকে নির্দেশনা দেওয়া হয়৷ জনস্বার্থে পূর্বের ভাড়া কার্যকর করা ও স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য মোবাইল কোর্ট অব্যাহত থাকবে।

শেয়ার করুন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *