বিজেপির মুখপাত্র কর্তৃক মহানবী (সা.)-কে কটূক্তির প্রতিবাদে কোম্পানীগঞ্জে বিক্ষোভ মিছিল করেছেন ভোলাগঞ্জের সর্বস্থরের তৌহিদী জনতা।
শুক্রবার (১২ জুন) দুপুর ২টায় কোম্পানীগঞ্জ উপজেলা ভোলাগঞ্জ এলাকায় এ বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।
বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন, মুফতী ফখরুল ইসলাম মাসরুর, হাফেজ কামরুল হাসান, মাওলানা মোহাম্মদ আলী, মাওলানা সালাউদ্দীন, মাওলানা নোমান মোস্তাক আহমদ, আলমগীর হোসেন, হাজী জসিম উদ্দিন, এখলাছুর রহমান, নাছির উদ্দীন, নিজাম উদ্দীন, গিয়াস উদ্দীন, আক্তার হোসেন, আরজান আলী প্রমুখ।
এসময় বক্তারা বলেন, বিজেপির ওই দুই নেতাকে ধর্মীয় অনুভূতিতে আঘাত করায় আইনের আওতায় আনতে হবে। নতুবা দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দেন বক্তারা।