সোহেল আহমেদ, নবীগঞ্জ প্রতিনিধি: নবীগঞ্জ উপজেলার ৮নং সদর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের পশ্চিম তিমিরপুরে হত্যা মামলার আসামি এক আসামি গ্রেফতা করেছে নবীগঞ্জ পুলিশ। গ্রেফতারকৃত আসামী নবীগঞ্জ উপজেলার ৮নং সদর ইউনিয়নের পশ্চিম তিমিরপুর গ্রামের ইমানিউল্লার পুত্র নুরলামীন।(৩৫)।
নবীগঞ্জ উপজেলার কাজির বাজার নামক স্থান থেকে গ্রেফতার করে নবীগঞ্জ থানার এসআই মোঃ হামজা আহমেদ ও জাহাঙ্গীর এর নেতৃত্বে এক দল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।
পরে নবীগঞ্জ থানার ওসি আজিজুর রহমান জানান, এই হত্যার সাথে যারা জড়িত তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে। তাদেরকে কোনোভাবে ছাড় দেওয়া হবে না।