নবীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষিকাকে বেধড়ক পিটিয়ে রক্তাক্ত করেছে দেবর ফজল মিয়া (৪১) ঘটনাটি ঘটেছে নবীগঞ্জ পৌরসভার জয়নগর আবাসিক এলাকায়।
সূত্র জানায়, নবীগঞ্জ বাউসা ইউনিয়নের নিজ চৌকি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হাসিনা আক্তার (৫০) এর সাথে মঙ্গলবার বিকেলে দেবর ফজল মিয়ায় সাথে পারিবারিক বিষয় নিয়ে কথা-কাটাকাটি হয় এতে ফজল মিয়া ক্ষিপ্ত হয়ে ধারালো দেশীয় অস্ত্র দিয়ে হাসিনা আক্তারকে উপুর্যপোরী কুপিয়ে বাসা থেকে পালিয়ে যায়।
খবর পেয়ে আশেপাশের লোকজন ছুটে এসে তাঁকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাঁকে উন্নত চিকিৎসার জন্যে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। হামলায় আহত সহকারী শিক্ষিকা হাসিনা আক্তার নবীগঞ্জ উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি ছানু মিয়া চৌধুরীর স্ত্রী বলে জানা গেছে।
এঘটনা লোকমুখে ও ফেইসবুকে ভাইরাল হয়ে পড়লে নবীগঞ্জ উপজেলা শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, শামিম চৌধুরী , রাহেলা খানম, , শাহিনুর আক্তার চৌধুরী পান্না, মোঃ আবদুল মজিদ, মোঃ রুবেল আহমেদ সহ আরো অনেকে উক্ত হামলার তীব্র নিন্দা, প্রতিবাদ ও অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়েছেন।