জানুয়ারি ১০, ২০২১
১০:৫১ অপরাহ্ণ

নবীগঞ্জে নির্বাচনী প্রচারণা সভায় ককটেল বিষ্ফোরণ

নবীগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের নবীগঞ্জ পৌরসভা নির্বচনে আওয়ামী লীগ প্রার্থীর সভায় ককটেল বিষ্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অনেকই আহত হয়েছেন। এ ঘটনায় নবিগঞ্জ শহরে আতঙ্ক সৃষ্টি হয়েছে।

রোববার সন্ধ্যায় নবিগঞ্জ উপজেলা শহরের গাজীরটেক এলাকায় এ ঘটনাটি ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান।

তিনি জানান, রোববার বিকেলে নবীগঞ্জ শহরের গাজীরটেক এলাকায় পথ সভা করেন আওয়ামী লীগ প্রার্থী গোলাম রসুল রাহেল চৌধুরী। এ সময় আওয়ামী লীগের দলীয় নেতাকর্মী ও সমর্থকসহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন। সন্ধ্যায় সভা শেষ করে ফেরার পথে কে বা কারা ককটেল বিষ্ফোরণ ঘটায়। এ সময় আতঙ্কে মানুষ দিক-বিধিক ছুটতে থাকেন।

খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

তবে যে বা যারা এই ঘটনাটি ঘটিয়েছে তাদের কোনো ভাবে ছাড় দেওয়া হবে না বলে জানান নবিগঞ্জ থানার ওসি।

শেয়ার করুন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *