সোহেল আহমেদ নবীগঞ্জ প্রতিনিধিঃঃ- হবিগঞ্জের নবীগঞ্জে বাস চাপায় দুই অটোরিকশার নারী ও শিশুসহ ৮ যাত্রী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৩ জন একই পরিবারের সদস্য।
সোমবার বিকেল চারটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সাতহাইল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে শেরপুর হাইওয়ে থানার ওসি এরশাদুল হক ভূইয়া জানান, কুমিল্লা থেকে সিলেটগামী বিআরটিসির বাস নবীগঞ্জের সাতহাইল এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারায়।
এ সময় বিপরীত দিক থেকে আসা দুটি অটোরিকশা ও একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এর পর গাড়ি দুটিকে টেনে নিয়ে বাসটি খাদে পড়ে যায়। অটোরিকশা দুটি ওই বাসের নিচেই চাপা পড়ে।
পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার তৎপরতা শুরু করে। একে একে বের করে আনা হয় ৮টি মরদেহ।
নিহতরা হলেন-নবীগঞ্জ উপজেলার মুড়াউরা গ্রামের আবু তাহেরের স্ত্রী সামিরুল বেগম (২৮), মেয়ে মারিয়া আক্তার (২), আবু তাহেরের ভাইয়ের স্ত্রী হালিমা বেগম (২৫), সাতাহাইল গ্রামের নূরুল ইসলামের ছেলে অনন্ত মিয়া (২২), একই গ্রামের লিজা আক্তার (১৯), লতিবপুর গ্রামের কিতাব আলী (৩০)। বাকি দুই জন পুরুষের নাম এখনও পাওয়া যায়নি।
দুর্ঘটনার পর ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এছাড়া বিক্ষুব্দ জনতা অন্য একটি বিআরটিসি বাস ভাংচুর করে।