সেপ্টেম্বর ৭, ২০২০
৬:৪০ অপরাহ্ণ

নবীগঞ্জে বিষাক্ত সাপের কামড়ে যুবকের মৃত্যু

সোহেল আহমেদ নবীগঞ্জ প্রতিনিধি:নবীগঞ্জ

উপজেলার আউশকান্দি ইউনিয়নের মিনাজপুর গ্রামের হাওরে ঘাস কাটতে গিয়ে বিষাক্ত সাপের কামড়ে আব্দুল আউয়াল (৩৫)নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
গতকাল রবিবার দুপুরে নবীগঞ্জ উপজেলার মিনাজপুর গ্রামের মৃত আরব উল্লার পুত্র মোঃ আব্দুল আউয়াল গ্রামের পাশের হাওরে ঘাস কাটতে যায়। সারা দিন চলে গেলে ও তার কোনো খোঁজ না পাওয়ায় পরিবারের লোকজন তার সন্ধানে বের হন।অনেক খোঁজাখোজি করে দুপুর ২টায় জমির মধ্যে তার নিথর দেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করেন।
খবর পেয়ে নবীগঞ্জ থানার একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে। এ ব্যাপারে নবীগঞ্জ থানার ওসি মোঃ আজিজুর রহমান জানান নবীগঞ্জ থানা পুলিশ আব্দুল আউয়ালের লাশ উদ্ধার করেছে।
প্রাথমিক ভাবে ধারণা করা হয়েছে বিষাক্ত সাপের কামরে তার মৃত্যু হয়েছে।

শেয়ার করুন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *