নবীগঞ্জ প্রতিনিধি: নবীগঞ্জে লাইসেন্স বিহীন চিকিৎসা প্রদান করায় ২ ভূয়া ডাক্তারকে আটক করে জেল ও জরিমানা করেছে ভ্রামমান আদালত।
রোববার বিকেলে নবীগঞ্জ পৌরশহরের হাসপাতাল সড়কে অবস্থিত দেবনাথ ফার্মেসীতে অভিযান চালিয়ে কাজল দেবনাথ (৪৭) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।
দীর্ঘদিন ধরে কাজল দেবনাথ নিজেকে এমবিবিএস ডাক্তার নাম ভাঙিয়ে সাধারণ মানুষকে চিকিৎসা করে আসছিল।
তাঁর বিরুদ্ধে সুনিদৃষ্ট একাধিক অভিযোগের পরিপ্রেক্ষিতে ভ্রামমান আদালত পরিচালনা করা হলে। সে তার নিজের দোষ অকপটে স্বীকার করে। তাকে বাংলাদেশ এম.ডি.সি. আইন অনুযায়ী ৩ মাসের জেল, নগদ ৫০ হাজার টাকা জরিমানা ও দোকান সীলগালা করা হয়।
অপরদিকে, উপজেলার মিলনগঞ্জ বাজারে পল্লী চিকিৎসক হয়ে ডাক্তার লিখে চিকিৎসা প্রদান করার দায়ে অলক চন্দ দত্ত (৫৫) নামে আরো একজন ব্যক্তিকে আটক করে ৬ মাসের জেল ও নগদ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন, নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মোঃ মহিউদ্দিন, ডাঃ আব্দুস সামাদ, নবীগঞ্জ থানা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী।