সোহেল আহমেদ নবীগঞ্জ প্রতিনিধিঃ নবীগঞ্জ পৌর শহরের ওসমানী রোডে মোটরসাইকেল সড়ক দুর্ঘটনায় মদিনা রড সিমেন্ট এর দোকানের কর্মচারী মোঃ আমির উদ্দিন (৫৫) নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে ১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকাল ৫ ঘটিকায় সময়। তিনি দোকানের সামনে দাঁড়ানো অবস্থায় দ্রুতগামী একটি মোটরসাইকেল সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলে তিনি নিহত হন। স্থানীয়রা জানায়, আমির উদ্দিন (৫৫) মদিনা সিমেন্ট এর দোকানের সামনে দাঁড়ানো অবস্থায় পিছন থেকে আসা একটি মোটরসাইকেলটি সজোরে ধাক্কা দেয় এতে তিনি ঘটনাস্থলে জ্ঞান হারান, আশেপাশের লোকজন ছুটে এসে তাঁকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষনা করেন। এঘটনার পরপরই মোটরসাইকেল চালক পালিয়ে গেছেন। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন, নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আজিজুর রহমান
সেপ্টেম্বর ১৭, ২০২০
১০:৫২ অপরাহ্ণ