নভেম্বর ২, ২০২০
৭:২২ পূর্বাহ্ণ

নবীগঞ্জে সেজু হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

সোহেল আহমেদ,নবীগঞ্জ প্রতিনিধিঃঃ- নবীগঞ্জে চাঞ্চল্যকর আবেদ উল্লাহ সেজু (১৮) হত্যা মামলার প্রধান আসামি সুয়েব মিয়াকে (৩৩) গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত সুয়েব মিয়া উমেদনগর গ্রামের আজগর আলীর ছেলে।

গত শুক্রবার (৩১ অক্টোবর) রাত সাড়ে ১১ টার দিকে ৮নং সদর ইউপির পশ্চিম তিমিরপুর গ্রামের এক ফিশারি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, সিসিটিভির ফুটেজ দেখে পশ্চিম তিমিরপুর গ্রাম থেকে গত শুক্রবার রাতে প্রধান আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন নবীগঞ্জ থানার ওসি আজিজুর রহমান। তিনি বলেন, রোববার সকালে গ্রেপ্তারকৃত আসামিকে হবিগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়েছে।

প্রসঙ্গত, গত শনিবার রাত ৯ টায় সময় ব্যাটারিচালিত অটোরিকশা চালানো অবস্থায় নিখোঁজ হয় গুজাখাইড় গ্রামের সাহিদ উল্লাহর ছেলে আবেদ উল্লাহ সেজু। এরপর গত ২৭ অক্টোবর হবিগঞ্জ রোডের পূর্ব তিমিরপুর এমআরসি ব্রিকস ফিল্ড সংলগ্ন এলাকা থেকে ওই যুবকের মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

শেয়ার করুন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *