সোহেল আহমেদ নবীগঞ্জ প্রতিনিধি:-হবিগঞ্জের নবীগঞ্জ ও মাধবপুর পৌরসভা নির্বচনে ১০৪ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। গতকাল রবিবার সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত নিজেদের কর্মী-সমর্থকদের সাথে নিয়ে নিজ নিজ রির্টানিং কর্মকর্তার কাছে প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেন।
নবীগঞ্জ : নবীগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র, সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিল পদে ৫৫ প্রার্থী মনোনয়ন দাখিল করেন। এর মধ্যে মেয়র পদে ৩ জন, সাধারণ কাউন্সিলর পদে ৪০ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১২ জন।
মেয়র পদে মনোনয়ন জমা দিয়েছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক গোলাম রসূল রাহেল চৌধুরী, বিএনপির মনোনিত প্রার্থী বর্তমান মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী ও স্বতন্ত্র প্রার্থী নবীগঞ্জ উপজেলা মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মাহবুবুল আলম সুমন।
মাধবপুর : মাধবপুর পৌরসভা নির্বাচনে ৪৯ প্রার্থী তাদের মনোনয়ন দাখিল করেছেন। এর মধ্যে মেয়র পদে ৪ জন, সাধারণ কাউন্সিলর পদে ৩৮ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর হিসেবে ৭ জন।
এ পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগের দলিয় প্রার্থী শ্রীধাম দাশ গুপ্ত, বিএনপির হাবিবুর রহমান মানিক, আওয়ামী লীগের বিদ্রোহি প্রার্থী বীর মুক্তিযোদ্ধা শাহ্ মো. মুসলিম ও পংকজ কুমার সাহা মনোয়নপত্র জমা দিয়েছেন।
তফসিল অনুযায়ী মনোনয়ন বাছাই ২২ ডিসেম্বর, প্রত্যাহার ২৯ ডিসেম্বর এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১৬ জানুয়ারি।