সেপ্টেম্বর ৩০, ২০২০
১:১১ অপরাহ্ণ

নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১ লক্ষ্য টাকা জরিমানা

সোহেল আহমেদ নবীগঞ্জ প্রতিনিধিঃ
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ১২নং কালিয়ারভাংগা ইউনিয়নের খড়িয়া বিল থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করার খবর পেয়ে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর আওতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় অবৈধভাবে বালু উত্তোলনের জন্য জলমহল ইজারাদার সহ ২ জনকে ১ লক্ষ টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। এছাড়াও বালু তুলার সরঞ্জাম সহ ড্রেজার মেশিন ঘটনাস্থলে ধ্বংস করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন, ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট নবীগঞ্জ উপজেলা সহকারী (ভূমি) কমিশনার সুমাইয়া মুমিন ও তফশিলদার বিষ্ণুপদ চক্রবর্তী ও আবিদ আলী সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। এতে সার্বিক ভাবে সহায়তা করে, নবীগঞ্জ থানা পুলিশ। এ ব্যাপারে ভ্রাম্যমান আদালত এর ম্যাজিষ্ট্রেট নবীগঞ্জ (ভূমি) কর্মকর্তা , সুমাইয়া মুমিন এর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, জনকল্যাণে ও জনস্বার্থে মোবাইল কোর্টের মাধ্যমে আমাদের এমন অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *