সোহেল আহমেদ,নবীগঞ্জ প্রতিনিধি:- নবীগঞ্জে পৌরসভা নির্বাচনে ১৬ জানুয়ারি আনন্দ ও উৎসব মূখর পরিবেশে ভোটাররা ভোট প্রদান করেন। এতে মেয়র পদে ছাবির আহমেদ চৌধুরী (ধানের শীষ) ৫৭৪২ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী গোলাম রসূল চৌধুরী রাহেল (নৌকা) ৫৪৮৫ ভোট পেয়েছেন। মাহবুবুল আলম সুমন (জগ)প্রতীক নিয়ে ২৬১৯ ভোট পেয়েছেন।
শীতের সকালে ভোটাররা ভোট দিতে আসেন, বেলা বাড়ার সাথে সাথেই ভোটারের উপস্থিতি ক্রমেই বাড়তে থাকে।
অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়। কোন ধরনের বিশৃঙ্খলা বা আইনশৃঙ্খলা ভঙ্গের কোন অভিযোগ পাওয়া যায়নি।
প্রশাসন ও আইন শৃঙ্খলারক্ষাকারী বাহীনি কঠোর ভাবে পদক্ষেপ নেয়ার প্রার্থীরা সন্তুষ্টির কথা জানিয়েছেন।
এদিকে ভোট ৭নং ওয়ার্ড সালামতপুর ও নহরপুরে ভোট টেম্পারিংয়ের অভিযোগ এতে প্রত্যাখ্যান করেছেন আওয়ামী লীগ (নৌকা) মনোনীত প্রার্থী গোলাম রসূল চৌধুরী রাহেল।
তিনি সংবাদ সম্মেলন করে বিস্তারিত তথ্য তুলে ধরবেন বলে সাংবাদিকদের জানিয়েছেন।