মোঃ জামিল হায়দার (জনি),,নলডাঙ্গা, নাটোর : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর শিশু পূত্র শেখ রাসেল এর জন্মদিন উপলক্ষে নাটোর জেলার নলডাঙ্গা উপজেলায় ১৮ অক্টোবর রবিবার শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। বুড়িরভাগ যুবসমাজ আয়োজিত শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় উপজেলার বুড়িরভাগ উচ্চ বিদ্যালয় মাঠে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন নলডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আব্দুস শুকুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলডাঙ্গা পৌর আওয়ামী লীগের সভাপতি শরিফুল ইসলাম পিয়াস, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজনু সরদার ভাদু, মহিউদ্দিন ফারুক অপু, নলডাঙ্গার সবুুুুজ খেলা ঘরের স্বত্বাধিকারী মনজুরুল হক সবুজ, রাজন মাহমুদ, মাহমুদুল সেতু, মনিরুল, সজিব, মহিলা আওয়ামী লীগের সদস্য ডলি বেগম, নিলুফা বেগম প্রমুখ।
অক্টোবর ১৮, ২০২০
১০:৪৪ অপরাহ্ণ